পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামামের পদত্যাগ

Looks like you've blocked notifications!
ইনজামাম-উল-হক। ছবি : এএফপি

মাঠের ক্রিকেটে বেশ বাজে সময় পার করছে পাকিস্তান। টানা চার ম্যাচে হেরে সেমিতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বাবরদের। ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডও কঠিন সমালোচনার মুখে পড়েছে। এবার টুর্নামেন্টের মাঝপথে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক পদত্যাগ করলেন।

আজ সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে পিসিবি। সেখানে তারা উল্লেখ করে, ‘ইনজামাম-উল-হক জাতীয় দলের প্রধান নির্বাচক ও জুনিয়র দলের নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৭ আগস্ট তাকে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি চলতি মাসের শুরুতে তাকে জুনিয়র পুরুষ দলেরও প্রধান নির্বাচক করা হয়েছিল।’

অবশ্য ইনজামামের পদত্যাগের কারণ দলের পারফরম্যান্স নয়, স্বার্থের সংঘাতের আশঙ্কায় সরে দাঁড়াচ্ছেন। বেশ কিছু পাকিস্তানি মিডিয়া দাবি করেছে, খেলোয়াড়দের ম্যানেজমেন্ট কমিটি ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেডের শেয়ার হোল্ডার সাবেক অধিনায়ক। এই সংস্থা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির মতো খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করে। রিজওয়ানও নাকি এই ফার্মের যৌথ মালিক। এই রিপোর্টের পর দলের নির্বাচন প্রক্রিয়া হয়েছে প্রশ্নবিদ্ধ।

এই বিষয়ে পিসিবির সঙ্গে বসেছিলেন তিনি এবং বোর্ডকে তদন্তের দাবি জানান। বোর্ডও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আর তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ব্যাটিং গ্রেট।