উইলির প্রতি ইসিবির আচরণ অসম্মানজনক : ভন

Looks like you've blocked notifications!
ডেভিড উইলি ও মাইকেল ভন। ছবি : এএফপি

হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি। বিশ্বকাপের পর আর ইংল্যান্ডের জার্সিতে দেখা যাবে না তাকে। এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ইংল্যান্ডে আলোচনার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে হয়তো অভিমান থেকেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন উইলি। বিষয়টি মেনে নিতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

কিছুদিন আগে ২০২৩-২৪ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই তালিকায় স্থান হয়নি ইংলিশ পেস বোলিং অলরাউন্ডারের। অথচ চার সপ্তাহে ভারতের বিশ্বকাপে যে কজন নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন তাদের মধ্যে অন্যতম উইলি। নিয়েছেন ৫ উইকেট। লোয়ার অর্ডারে তিনবার নেমে করেছেন ৪২ রান। কিন্তু ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কির কথায় সন্তুষ্ট হতে পারেননি তিনি। কারণ বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র উইলিরই ২৬ জনের কেন্দ্রীয় চুক্তির তালিকায় স্থান হয়নি।

উইলির প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আচরণকে অসম্মানজনক মনে করছেন মাইকেল ভন। তিনি বলেছেন, ‘শেষ তিন ম্যাচে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিল উইলি। ইংল্যান্ড ২৯ জনকে চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু তার মধ্যে উইলিকে এক বছরের চুক্তির জন্যও যোগ্য বিবেচিত করলো না। বিষয়টা আমার কাছে বিস্ময়কর লেগেছে। বিশ্বকাপে উইলির প্রতি যে আচরণটা করা হয়েছে সেটা খুই অসম্মানজনক।’

এর আগে, নিজের ইনস্টাগ্রামে উইলি বলেছেন, ‘আমি চাইনি এমন দিন আসুক। সেই ছোটবেলা থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ফলে অনেক চিন্তা-ভাবনা ও বিবেচনার পর অনুশোচনার সঙ্গেই অনুভব করলাম বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর করার সময়টা চলে এসেছে।’