শ্রীলঙ্কার সদস্য পদ স্থগিত করল আইসিসি

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কার ক্রিকেট দল। ছবি : আইসিসি

ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। বিশ্বকাপেও পারফর্ম যাচ্ছেতাই। টানা পরাজয়ে বিদায় নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও নানা সমীকরণে ঠেকেছে তলানিতে। এমন পরিস্থিতিতে আরেকটি বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দেশটির সদস্য পদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

আজ শুক্রবার (১০ নভেম্বর) রাতে এক বিবৃতিতে খবরটি জানিয়েছে আইসিসি। কারণ হিসেবে উল্লেখ করেছে, দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ এবং এতে রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপের কথা।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হলো।’ 

আরও বলা হয়েছে, ‘আইসিসি বোর্ড সভায় আজ এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার উচিত ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

এদিকে, বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ ইতোমধ্যে শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে হারের পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাঁচ উইকেটে। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে নিজেদের বিশ্বকাপ যাত্রার ইতি টেনেছে লঙ্কান ক্রিকেট দল।