তিনি সবসময় পাশে থাকতেন, ডোনাল্ডকে নিয়ে তাসকিন

Looks like you've blocked notifications!
তাসকিনের সঙ্গে অ্যালেন ডোনাল্ড। ছবি : এএফপি

গত দেড় বছর ধরে বাংলাদেশ বোলিং বিভাগের গুরু হয়ে ছিলেন অ্যালেন ডোনাল্ড। বাংলাদেশের পেস ইউনিটকে যিনি আগলে রেখেছেন, ছিলেন অভিভাবক হয়ে। তার অধীনে গত এক বছরে বাংলাদেশের পেস বিভাগও জ্বলেছে দুর্দান্তভাবে।

কিন্তু বিশ্বকাপ আসতেই যেন পাল্টে গেল চিত্র। যেই পেস বিভাগ নিয়ে বাংলাদেশের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার সেই পেস বিভাগেই বেশি হতাশ করেছে। এমন পরিস্থিতিতে বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের শেষ দেখে ফেলেছিলেন কেউ কেউ। তবে, বিসিবি থেকে বাদ পড়ার আগে তিনিই ছেড়ে দিলেন চাকরি। বাংলাদেশ দল ছেড়ে ভারত থেকেই পাড়ি দিলেন নিজ দেশে।

কোচকে হারিয়ে আক্ষেপ ঝরল পেসার তাসকিনের মুখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ঘুরেফিরে তার কণ্ঠে ডোনাল্ডের প্রশংসা।

তাসকিন বলেছেন, ‘তিনি দারুণ যত্ন নিতেন। খুব খেয়াল করতেন আমাদের ফাস্ট বোলিং গ্রুপকে। ভালো হোক বা খারাপ, তিনি সবসময় পাশে থাকতেন, উজ্জীবিত করতেন, সবসময়।’

নিজেও উপভোগ করেছেন ডোনাল্ডের অধ্যায় তা জানিয়ে তাসকিন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই উপভোগ করেছি উনার সঙ্গে কাজ করে। তিনি চলে গেলেন। এটাই জীবন। পেশাদার জীবন। সব কোচই ২-৪ বছর পরপর যাবে-আসবে। তার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। ভবিষ্যতে আরেকজন ভালো বোলিং কোচের আশা করছি।’