এবার পাকিস্তানের কোচও হাফিজ

Looks like you've blocked notifications!
মোহাম্মদ হাফিজ। ছবি : পিসিবি

বিশ্বকাপে ব্যর্থতার পর একাধিক রদবদল আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। আসর চলাকালীন প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান ইমজামাম-উল-হক। আরেক নির্বাচক মিকি আর্থারকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। তার জায়গায় নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে। এবার কোচের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। বিশ্বকাপে পাকিস্তানের কোচ ছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন।

গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে হাফিজকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন হাফিজ।

আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে দলটি। ১৪ ডিসেম্বর থেকে পার্থে শুরু হবে প্রথম টেস্ট। ২৬ ডিসেম্বর মেলবোর্নে দ্বিতীয় এবং ৩ জানুয়ারি সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে তারা।

অসিদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাকিস্তান দল পাড়ি জমাবে নিউজিল্যান্ডে। ১২ জানুয়ারি থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে।