ব্রাজিল সমর্থকদের থুতু মারলেন ডি মারিয়া

Looks like you've blocked notifications!
অ্যাঞ্জেল ডি মারিয়া। ছবি : এএফপি

গত ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত হয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ভিন্ন মাত্রা যোগ করে ফুটবলে। বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের ম্যাচটিতে ব্রাজিলকে ১-০ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ফলাফল ছাপিয়ে আলোচনায় মাঠে দুই দলের লড়াইয়ে জড়িয়ে পড়া।

সেই লড়াইয়ের রেশ যেন কাটেনি এখনও। বরং, উত্তাপ আরও বাড়িয়েছে সম্প্রতি ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিও। যেখানে দেখা যায়, টানেল ‍দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ব্রাজিল সমর্থকদের উদ্দেশে থুতু মারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এতে অবশ্য, তার দায়টা একার নয়।

দাঙ্গার সময় আর্জেন্টাইন মিডফিল্ডার বাকি সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে যাচ্ছিলেন। এমন সময় গ্যালারিতে থাকা ব্রাজিল সমর্থকরা তার দিকে বিয়ার ছুঁড়ে মারেন। তাতেই ক্ষেপে যান ডি মারিয়া। পিছিয়ে এসে সমর্থকদের দিকে লাফিয়ে থুতু মারেন তিনি। এরপর চলে যান।

একই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে উদ্দেশ্য করে ‘কাপুরুষ’ বলেন রদ্রিগো। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরও দেন মেসি। রীতিমত তেড়ে গিয়ে রদ্রিগোকে বলেন, ‘নিজের মুখ সামলাও। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা কেন কাপুরুষ হতে যাব?’