বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে বিসিবির কমিটি

Looks like you've blocked notifications!
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : এএফপি

বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। ১০ দলের আসরে কোনোমতে অষ্টম হয় বাংলাদেশ। এতে নিশ্চিত হয় ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। কিন্তু, আসরজুড়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। ৯ ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ ধরা হচ্ছে এবারের আসরকে।

ভারতের ব্যাটিংবান্ধব পিচে অন্যরা যেখানে রানের ফুলঝুরি ছুটিয়েছে, বাংলাদেশ সেখানে ৯ ম্যাচে কেবল একবারই পার হতে পেরেছে ৩০০ রান। সবচেয়ে বেশি সেঞ্চুরির আসরে দলের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ। বোলারও ছিলেন ব্যর্থ। সবমিলিয়ে দল নিয়ে এখনও চলছে সমালোচনা।

বিশ্বকাপের আগে মাঠের বাইরের নানা ঘটনা, বিশ্বকাপ চলাকালীন বিশৃঙ্খলা মিলিয়ে দলের অবস্থাও বেহাল। সবকিছু নিয়ে এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে আজ বুধবার (২৯ নভেম্বর) গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়য়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া কর্তৃপক্ষ।

তিন সদস্যের কমিটিতে আছেন বিসিবির তিন পরিচালক আকরাম খান, মাহবুব আনাম ও এনায়েত হোসেন সিরাজ। এই কমিটি বিশ্বকাপে দলের ব্যর্থতার পেছনের কারণ খতিয়ে দেখবে। তাদের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্তে পৌঁছাবে বোর্ড। তবে, প্রতিবেদন কবে নাগাদ জমা দেওয়া হবে, সেই ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।