হাত দিয়ে বল ঠেকিয়ে ইতিহাসে মুশফিক

Looks like you've blocked notifications!
মুশফিকুর রহিমের আউটের দৃশ্য। ছবি : এএফপি

ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দেখা মিলল এক অবিশ্বাস্য দৃশ্যের। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাত দিয়ে বল আটকিয়ে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম আর টেস্টে অষ্টম ব্যাটার হিসেবে এমন আউট হলেন মুশফিক।

আজ বুধবার (৬ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে ঢাকা টেস্টের প্রথম ইনিংসের ৪০.৪ ওভারে। কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। স্ট্যাম্পে বল লাগার আশঙ্কায় মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড ‘ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে কিউইদের আবেদনে সাড়া দেন। ৮৩ বলে ৩৫ রানে শেষ হয় মুশফিকের ইনিংস। তার বিদায়ে ভাঙে ১৫৪ বলে ৫৭ রানের জুটি।

২০১৭ সালের আগ পর্যন্ত এই আউটকে ‘হ্যান্ডেলিং দ্য বল’ বলা হলেও, এখন এটি ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড ‘ নামে পরিচিত। মুশফিকের আগে ২০০১ সালে মাইকেল ভন সবশেষ টেস্ট ক্রিকেটে এই আউটের শিকার হন।