আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের ফারজানা-নাহিদা

Looks like you've blocked notifications!
ফারজানা হক ও নাহিদা আক্তার। ছবি : বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৩ ‘মান্থ অব দ্য ক্রিকেটার’ নভেম্বরে নারী বিভাগে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও ফারজানা হক। আর পুরুষ বিভাগে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি, অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এই তালিকা প্রকাশ করে আইসিসি। প্রথমবারের মতো একসঙ্গে বাংলাদেশের দুই নারী ক্রিকেটার এই তালিকায় সুযোগ পেল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন নাহিদা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের ঝলক দেখান তিনি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪.১৪ গড়ে নেন সাত উইকেট। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ছাড়াও অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক ৩৬.৩৬ গড়ে করেন ১১০ রান।

এই তালিকায় তৃতীয় ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার সাদিয়া ইকবাল। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ১২.৫ গড়ে ছয় উইকেট নেন। যদিও দলকে সিরিজ জেতাতে পারেননি তিনি। পুরুষদের তালিকায় বিশ্বকাপে দারুণ পারফর্ম করে জায়গা পেয়েছেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড। আছেন সর্বোচ্চ উইকেট শিকারি ভারতীয় পেসার মোহাম্মদ শামি।