অবসরে পেলের ‘১০ নম্বর’ জার্সি
ফুটবলে জার্সি নম্বরের কদর অনেক। সাত নম্বর জার্সিকে ব্র্যান্ড বানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১০ নম্বর জার্সির কদর তো বহুকাল আগে থেকে। জার্সিটিকে বিশ্বব্যাপী সমাদৃত করেছেন সর্বকালের সেরা ফুটবলার পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির গায়েই পূর্ণতা পায় জার্সি নম্বর টেন।
তারকাদের সম্মানে তাদের জার্সি তুলে রাখার ঘটনা ফুটবলে নতুন নয়। ক্যারিয়ারের সায়াহ্নে পেলে খেলেছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব কসমসে। তার অবসরের পর কসমস চিরতরে তুলে রাখে ১০ নম্বর জার্সিটি। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সম্মানে ইতালিয়ান ক্লাব নাপোলি তুলে রেখেছে তাদের ১০ নম্বর জার্সি। ইউরোপের একাধিক ক্লাবে ১২ নম্বর জার্সি পরে খেলে না কেউ। সেসব ক্লাব কর্তৃপক্ষ ১২ নম্বর জার্সি ভক্তদের উৎসর্গ করে তুলে রেখেছে।
এবার পেলের স্মরণে ব্রাজিলের ক্লাব সান্তোস অবসরে পাঠিয়েছে তাদের ১০ নম্বর জার্সিকে। এই ক্লাবে খেলেই পেলের মহাতারকা হয়ে ওঠার শুরু। এক সময়ের দাপুটে ক্লাব সান্তোস চলতি মৌসুমে ব্রাজিলের দ্বিতীয় বিভাগে অবনমিত হয়েছে।
ক্রীড়াবিষয়ক সংবাদমাদ্যম ইএসপিএনে আজ রোববার (১০ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সান্তোস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে পেলের ১০ নম্বর জার্সিটি তুলে রাখবে। তবে, এটি চিরতরে নয়। ক্লাবটি আবার প্রথম বিভাগে উর্ত্তীর্ণ হলে যথারীতি ১০ নম্বর জার্সি পরবেন কেউ না কেউ।
জাতীয় দলে এক থেকে ২৩ নম্বর জার্সি পরার বাধ্যবাধকতা আছে ফিফা থেকে। যে কারণে কোনো দল চাইলেই এর মধ্যে কোনো জার্সি তুলে রাখতে পারবে না। ক্লাবের ক্ষেত্রে সেই বিধিনেষেধ নেই।