র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশি বোলারদের

Looks like you've blocked notifications!
মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ছবি : এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে কিউইদের হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে খুব কাছে গিয়েও জিততে পারেনি স্বাগতিকরা। না জিতলেও শেষ পর্যন্ত লড়াই করেছেন তাইজুল-মিরাজরা। সিরিজজুড়ে বোলাররা ছিলেন দারুণ স্বপ্রভিত। এর পুরস্কারও পেয়েছেন তারা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে আজ বুধবার (১৩ ডিসেম্বর) টেস্ট বোলারদের তালিকায় এগিয়েছেন তিন বাংলাদেশি।

পেসার শরিফুল ইসলাম এগিয়েছেন সবচেয়ে বেশি ৯ ধাপ। ৬৭ নম্বর থেকে বর্তমানে তার অবস্থান ৫৮তম। পাঁচ ধাপ এগিয়েছেন স্পিনার নাঈম হাসান। ৪৯ এ থাকা নাঈম এখন আছেন ৪৪ নম্বরে। এগিয়েছেন মেহেদী হাসান মিরাজও। দুই ধাপ উন্নতি হয়েছে তার। আছেন ২১ নম্বর অবস্থানে।

খেলার বাইরে থাকার প্রভাব পড়েছে সাকিব আল হাসানের র‌্যাঙ্কিংয়ে। টেস্ট বোলারদের তালিকায় এক ধাপ পিছিয়েছেন সাকিব। ২৭ নম্বর অবস্থান থেকে পিছিয়ে বর্তমানে ২৮ নম্বরে আছেন তিনি। সাকিবকে পেছনে ফেলে তার জায়গায় উঠে এসেছেন শ্রীলঙ্কান বোলার রমেস মেন্ডিস। সাকিবের রেটিং পয়েন্ট ৫৬৬, মেন্ডিসের ৫৬৯।

গত সপ্তাহে হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল স্পিনার তাইজুল ইসলামের। টেস্ট বোলারদের তালিকায় আট ধাপ এগিয়েছেন তিনি। ২২ নম্বর থেকে এগিয়ে তার অবস্থান এখন ১৪তম। যা এই বাঁহাতির ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং। তাইজুল আরও এক জায়গায় ছাড়িয়ে গেছেন সব বাংলাদেশিকে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭০৮। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্টে যা সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল সাকিব আল হাসানের। ২০১৭ সালে ৭০৫ পয়েন্ট নিয়ে সাকিব উঠেছিলেন টেস্ট বোলারদের তালিকায় সপ্তম স্থানে।