ফাইনালের পর উধাও হওয়ার কারণ জানালেন রোহিত

Looks like you've blocked notifications!
রোহিত শর্মা। ছবি : এএফপি

প্রথম ১০ ম্যাচের সবকটিতে জিতে বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণটা বেশ ভালোভাবেই দিয়েছিল স্বাগতিক ভারত। ফেভারিট হিসেবেই ফাইনালে মাঠে নামে দলটি। তবে, পুরো ভারতকে স্তব্ধ করে ষষ্ঠ শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। সেই হারের পর ভারতকে নিয়ে হয়েছে অনেক সমালোচনা। নিন্দা হয়েছে ফাইনালে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও।

এতকিছুর পরেও চুপ ছিলেন রোহিত। মুখোমুখি হননি কারও। অবশেষে ফাইনাল নিয়ে কথা বললেন তিনি। ভারতীয় ইউটিউব চ্যানেল দ্য কুইন্টে আজ বুধবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে রোহিতের সাক্ষাৎকার। তিনি জানান, ফাইনালে হারের পর এতটাই মুষড়ে পড়েন তিনি, কীভাবে বের হবেন হারের ধাক্কা থেকে বুঝে উঠতে পারছিলেন না।

সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বলেন, ‘ফাইনালের পর আমি পুরোপুরি ভেঙে পড়ি। কীভাবে সেখান থেকে বের হব, বুঝতে পারছিলাম না। সেই সময়টায় আমার পরিবার ও বন্ধুরা খুব সাহায্য করেছে। তারা আমাকে উৎসাহ দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছিলাম, কোথাও ঘুরে আসব। মনকে অন্যদিকে ধাবিত করতে চেয়েছি।’

শিরোপা জিততে না পারলেও ফাইনালের আগ পর্যন্ত ভারত দুর্দান্ত খেলেছে। ১০ ম্যাচের প্রত্যেকটিতে আধিপত্য বিস্তার করে জিতেছে দলটি। দলের সবাইকে এর কৃতিত্ব দিয়েছেন রোহিত। পাশাপাশি জানিয়েছেন, ফাইনালে ভুল করেছে তার দল। যার খেসারত দিতে হয়েছে শিরোপা হারিয়ে।

রোহিত বলেন, ‘ফাইনালে আমরা ভুল করেছি। আগের ১০ ম্যাচে সবাই যেভাবে খেলেছে, সেটি অনবদ্য। আমরা শিরোপার দাবিদার ছিলাম। নিজেদের সেভাবেই তৈরি করেছি গত এক বছর ধরে। কিন্তু, ফাইনালে অনেক জায়গাতেই আমাদের ভুল হয়েছে। তাই, শিরোপাও পাওয়া হয়নি।’