রোনালদোকে পেছনে ফেললেন বেনজেমা

Looks like you've blocked notifications!
করিম বেনজেমা। ছবি : এএফপি

রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে করিম বেনজেমা এখন সৌদি আরবে। রেকর্ড ট্রান্সফার ফিতে চলতি মৌসুমে যোগ দিয়েছেন আল-ইত্তিহাদে। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে অনন্য কীর্তি গড়লেন বেনজেমা। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডে গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) মাঠে নামে আল-ইত্তিহাদ। নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে আসর শুরু করে দলটি। ম্যাচে এক গোল করেন বেনজেমা। এতেই সবাইকে ছাড়িয়ে গেলেন ফরাসি এই তারকা।

ক্লাব বিশ্বকাপের চার আসরে গোল করা একমাত্র ফুটবলার এখন বেনজেমা। টুর্নামেন্টে সর্বোচ্চ সাত গোলের মালিক পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, সিআরসেভেন খেলেছেন তিনটি আসরে। আরও এক জায়গায় সাবেক মাদ্রিদ সতীর্থ রোনালদোকে পেছনে ফেলেছেন বেনজেমা। রোনালদো সবগুলো গোলই করেছেন মাদ্রিদের হয়ে। বেনজেমা করলেন দুটি আলাদা ক্লাবের হয়ে।

বেনজেমার এমন কীর্তিতে তাকে প্রশংসা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে  ইনফান্তিনো বলেন, ‘প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ফিফা ক্লাব বিশ্বকাপে গোল করা বেনজেমাকে অভিনন্দন। অসাধারণ একটি কীর্তি গড়েছেন তিনি। তিনি একজন বড়মাপের খেলোয়াড়। এই সংস্করণে আরও এগিয়ে যাবেন বেনজেমা, সেই শুভকামনা রইল।’

গত জুনে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দল আল-ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। দলটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন তিনি। যেখানে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন এই তারকা।