শচীনের পর ধোনির জার্সিও তুলে রাখছে ভারত
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। অবসরের পর চার বছর পেরিয়ে গেলেও তার পরা সাত নম্বরটি জার্সিটি আর কাউকে দেওয়া হয়নি। এবার সেই জার্সি নম্বরটিকে স্থায়ীভাবে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অভিষেকের পর থেকে ধোনি সাত নম্বর জার্সি পরে খেলেছেন। একাধিক ইতিহাসের সাক্ষী এই জার্সি। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ওডিআই বিশ্বকাপে ২৮ বছরের খরা কেটেছে এই জার্সির হাত ধরে। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের কথা মাথায় রেখেই তার জার্সি নম্বরটিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২০১৭ সালে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সিটাকে অবসরে পাঠায় বিসিসিআই। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ধোনির জার্সি। এই বিষয়ে এক বোর্ড কর্তা বলেন, ‘দলের তরুণ ও উদীয়মান প্লেয়ারদের বলা হয়েছে সাত নম্বর জার্সিটা না নিতে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এই জার্সি নম্বরটিকে অবসরে পাঠাবে। ক্রিকেটের প্রতি ধোনির অবদানকে শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্লেয়ার কেউ আর এই নম্বর নিতে পারবেন না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় এক থেকে ১০০ এর মধ্যে যেকোনো নম্বর জার্সিতে ব্যবহারের ক্ষেত্রে বেছে নিতে পারেন। তবে ভারত দলে ৬০টির বেশি নম্বর এ মুহূর্তে ব্যবহৃত হচ্ছে। তাই নতুন অভিষেক করা কোনো খেলোয়াড়ের জন্য বেছে নেওয়ার ক্ষেত্রে ৩০টির মতো নম্বর বাকি রয়েছে।