২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে আইসিসি-পিসিবির চুক্তি

Looks like you've blocked notifications!
আইসিসি-পিসিবি চুক্তি। ছবি : পিসিবি

নানা শঙ্কা উঁকি দিলেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টটি আয়োজনে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে এই চুক্তি করেন জাকা আশরাফ।

গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) এক ‍বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পিসিবি। বিবৃতিতে বলা হয়, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে আইসিসির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে পিসিবি। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি আগেই সরকারকে জানিয়েছে পিসিবি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে নিরাপত্তা সংস্থাগুলো সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন।’

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তান আয়োজক হলেও ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। যার ফলে প্রথমবার হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করা হয়। ফাইনালসহ বেশকিছু ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কাতে।

পাকিস্তান সর্বশেষ ১৯৯৬ সালে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেছে। এর আগে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে হওয়ার কথা ছিল। ২০১১ বিশ্বকাপের কিছু ম্যাচও আয়োজনের কথা ছিল দেশটির। কিন্তু ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর টুর্নামেন্ট দুটি পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়।