স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

Looks like you've blocked notifications!
বসুন্ধরা কিংস বনাম মোহামেডান ম্যাচ। ছবি : বাফুফে

স্বাধীনতা কাপে ফের নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল বসুন্ধরা কিংস। ফাইনালে মাত্র ১০ জনের দল নিয়ে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে এসেছে বসুন্ধরা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শুধু কামব্যাক করেনি বসুন্ধরা, শিরোপা জিতেই মাঠ ছেড়েছে। এই নিয়ে স্বাধীনতা কাপে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলল বসুন্ধরা।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা। ফাইনালে বসুন্ধরার হয়ে গোল করেন রাকিব হোসেন ও দরিয়েলতন গোমেজ।

ম্যাচের চতুর্থ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বসুন্ধরা। তবে রাকিব হোসেন বল নিয়ন্ত্রণে নিলেও ঠিকঠাক শট করতে পারেননি। এরপর ম্যাচের ১৪তম মিনিটে রবিনহোর শট ঝাঁপিয়ে ঠেকান মোহামেডান গোলরক্ষক সুজন। প্রথমার্ধের বাকি সময়ে আর তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কেউই। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল।

তবে বিরতির পরই দৃশ্যপট পাল্টে যায়। ম্যাচের ৪৮তম মিনিটে দশজনের দলে পরিণত হয় বসুন্ধরা। মোহামেডানের ওমর বাবুকে ফাউল করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় রফিকুল ইসলামকে। এই সুযোগ কাজে লাগিয়ে ৫১তম মিনিটেই সানডের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান।

মাত্র দুই মিনিট পরই ম্যাচে ফেরে বসুন্ধরা। মিগেল ও রবিনহোর দারুণ রসায়নের পর বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি রাকিব। সমতায় ফিরলেও আক্রমণের ধার কমায়নি বসুন্ধরা। একেবারে ম্যাচের ৮৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার দরিয়েলতন গোমেজের সুবাদে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা। বাকি সময়ে মোহামেডান আর তেমন কোনো আক্রমণ করতে না পারায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই শিরোপা জেতে বসুন্ধরা কিংস।