ট্রফি নিয়ে দেশে ফিরল এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা

Looks like you've blocked notifications!
এশিয়া কাপ জয়ের পর ক্রিকেটারদের উল্লাস। ছবি : বিসিবি

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জেতা ক্রিকেটাররা দেশে ফিরেছে। দেশে ফেরার পর বিমানবন্দরে  বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের বরণ করেন।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল  সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাহফুজুর রহমান রাব্বির দল। যদিও বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরদিন দেওয়া হতে পারে আনুষ্ঠানিক সংবর্ধনা। জানা গেছে, মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রনে ডিনারে যোগ দেবেন ক্রিকেটাররা।

বিমানবন্দর থেকে সরাসরি বিসিবিতে নিয়ে যাওয়া হচ্ছে ক্রিকেটারদের। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপ জয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।

এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে কোনো দলই পাত্তা পায়নি। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারানোর পর সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেয় শিবলী-আরিফুলরা। আর ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এশিয়া কাপ জয়ের ইতিহাস গড়ে রাব্বিরা।