ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে কয়েক ধাপ এগোল বাংলার মেয়েরা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : বিসিবি

দক্ষিণ আফ্রিকায় ভালো সময় কাটাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়া নারীদের ১১৯ রানের বিশাল ব্যবধান হারায় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। তার আগে আজ সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে কয়েকজন ক্রিকেটারের।

আইসিসি সর্বশেষ র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর)। সেখানে দেখা যায়, ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন ব্যাটার মুর্শিদা খাতুন। প্রথম ওয়ানডেতে ১০০ বলে অপরাজিত ৯১ রানের ঝলমলে ইনিংস খেলেন মুর্শিদা। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ২৩ ধাপ। ৩৫৪ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ৫২তম। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আছেন ২৭ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫০৯।

বল হাতে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন নাহিদা আক্তার। ৫৬২ পয়েন্ট নিয়ে তার অবস্থান ১৩তম। সাবেক অধিনায়ক সালমা খাতুন আছেন ২০ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৫৬, ৫৭ ও ৫৮—পরপর তিন পজিশনেই আছেন বাংলার নারীরা। এই জায়গাগুলোতে যথাক্রমে আছেন—রাবেয়া খান, ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন।

ওয়ানডে অলরাউন্ডরের তালিকায় সেরা ২০-এ একমাত্র বাংলাদেশি রুমানা আহমেদ। তিনি আছেন ঠিক ২০ নম্বরে।