ওয়ানডেতে শীর্ষে বাবর, টি-টোয়েন্টিতে আদিল রশিদ

Looks like you've blocked notifications!
বাবর আজম ও আদিল রশিদ। ছবি : এএফপি

গত নভেম্বরে ভারত বিশ্বকাপের সময় ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারান পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম। তাকে হটিয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠেন ভারতীয় ওপেনার শুভমান গিল। তবে এক মাসের ব্যবধানে নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করেছেন এই ৩১ বছর বয়সী ক্রিকেটার।

গতকাল বুধবার (২০ ডিসেম্বর) আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ওঠেন বাবর। যদিও বিশ্বকাপের পর গত এক মাসে কোনো ওয়ানডে খেলেননি তিনি। বর্তমানে বাবরের রেটিং পয়েন্ট ৮২৪। যেখানে ৮১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গিল। পরের দুটি স্থানেও রয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।

অন্যদিকে, টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ বোলিং করার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো শীর্ষে ওঠেন তিনি। দুই ধাপ এগিয়ে পেছনে ফেলেছেন আফগানিস্তানের রশিদ খানকে। আর তিনে আছেন ভারতের রবি বিষ্ণুই।

আদিল রশিদ শীর্ষে উঠেছেন ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে। ৬৯২ রেটিং নিয়ে দুইয়ে আফগানিস্তানের রশিদ। আর তিনে নেমে যাওয়া বিষ্ণুইয়ের রেটিং ৬৮৮। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন তিন ধাপ এগিয়ে ষষ্ঠ এবং দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি তিন ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন।