বিশ্বকাপ হারের যন্ত্রনা মেটাতে বড় কিছু করতে চান রোহিত

Looks like you've blocked notifications!
রোহিত শর্মা। ছবি : এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের পর আবেগপ্রবণ হয়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মাঠে নামছেন রোহিত। তবে, ফাইনালের পর পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিজেকে সামলে উঠতে পারেননি তিনি। ফাইনাল হারের যন্ত্রনা মেটাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান তিনি।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে ফাইনাল হার প্রসঙ্গে রোহিত বলেন, ‘ওই ফাইনালের আগ পর্যন্ত আমরা যেভাবে খেলেছি, আরেকধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশা তো ছিলই। সত্যি বলতে, আমাদের সবার জন্যই তা মেনে নেওয়া কঠিন ছিল। কারণ, এতগুলো বছর ধরে এটির জন্যই আমরা কঠোর পরিশ্রম করেছি। ’

দক্ষিণ আফ্রিকায় সিরিজ প্রসঙ্গে রোহিত বলেন, ‘এত বছর ধরে আমরা এখানে সফরে আসছি। সিরিজ জিততে পারলে অবশ্যই বড় ব্যাপার হবে। যদি জিততে পারি, তা বিশ্বকাপ হারের যন্ত্রণায় প্রলেপ দিতে পারবে কি না, সেটা বলা মুশকিল। বিশ্বকাপ তো বিশ্বকাপই। এই সিরিজের সঙ্গে বিশ্বকাপের তুলনা করা কঠিন। সামনে সুযোগ আছে, আমরা বড় কিছুই অর্জন করতে চাই।’

রোহিতের কথায় স্পষ্ট, বিশ্বকাপ না পাওয়ার ব্যথা কেবল বিশ্বকাপ দিয়েই পুষিয়ে দিতে চান তিনি। সেক্ষেত্রে ভারতের সামনে সুযোগ আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার। কারণ, চার বছর পর ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলিদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই এই বিশ্বকাপই রোহিতদের শেষ সুযোগ।