টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ইবাদত

Looks like you've blocked notifications!
ইবাদত হোসেন। ছবি : এএফপি

আফগানিস্তানের বিপক্ষে চলতি বছরের জুলাইয়ে হাঁটুর চোটে পড়েন পেসার ইবাদত হোসেন। সেই চোট যে এতটা গুরুতর হবে, হয়তো ভাবেননি ইবাদত নিজেও। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের পর এবার আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার সার্ভিস পাওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইবাদতের চোট নিয়ে মিনহাজুল বলেছেন, ‘ইবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। পরবর্তী মৌসুম মানে আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেটা দিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা হালনাগাদ তথ্য আছে। ও যে পুনর্বাসনের মধ্যে আছে তাতে এর আগে ফেরা সম্ভব নয়। চূড়ান্ত আপডেট মেডিকেল টিম থেকে না দিলে বলতে পারব না।’

গত ৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় পা হড়কে পড়ে যান ডানহাতিে এই পেসার। বাম পায়ের হাঁটুর চোটে বোলিং অসমাপ্ত  রেখেই মাঠ ছাড়তে হয় তাকে। তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানানো হয়েছিল চোট গুরুতর নয়। সেই পর্যবেক্ষণ যে যথাযথ ছিল না তা প্রমাণ হয়েছে পরে।

ইবাদত টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন মাত্র চারটি। উইকেট পেয়েছেন সাতটি। এই সংস্করণে খুব অভিজ্ঞ না হলেও অন্য দুই সংস্করণে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ইবাদত। ওয়ানডেতে নিয়েছেন ১২ ম্যাচে ২২ উইকেট। টেস্টে ২০ ম্যাচে ৪২ উইকেট। এদিকে, চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদ শুরু করেছেন অনুশীলন। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে তাকে।