নিউজিল্যান্ডে সিরিজ জিতেই ঘরে ফেরার প্রত্যাশা ক্রিকেটারদের

Looks like you've blocked notifications!
দলের সঙ্গে রিশাদ হোসেন। ছবি : ইএসপিএনক্রিকইনফো

প্রথম টি-টোয়েন্টি জিতে বাংলাদেশের আকাশে উঁকি দিয়েছিল সিরিজ জয়ের স্বপ্ন। মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচের শুরুটাও তেমনই হয়েছিল বাংলাদেশের। কিন্তু সব আশায় জল ঢেলে দিল বৃষ্টি। বাংলাদেশের আশা ভেস্তে দিয়ে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পর বাংলাদেশ আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মুখোমুখি হয় দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ম্যাচ শুরুর আগে টানা বৃষ্টি হয়েছে আজকের ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে। যথাসময়ে খেলা মাঠে গড়ালেও মাঝপথে ফের বাগড়া দেয় বৃষ্টি। বন্ধ হয় ম্যাচ। আগে ব্যাট করা কিউইদের তখন সংগ্রহ ছিল ১১ ওভারে দুই উইকেটে ৭২ রান।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় রাত ৮টা এক মিনিটে বন্ধ হয় খেলা। কয়েক দফায় ম্যাচ অফিসিয়ালরা আলোচনা করার প্রায় দুঘণ্টা পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তারা

ম্যাচ পরিত্যক্ত হলেও এখনও সুযোগ শেষ হয়ে যায়নি বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচ জিতলেই প্রথমবার নিউজিল্যান্ডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। জয়ের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার পর তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন বলেছেন, ‘আজকের ব্যাপার নিয়ে কোনো আফসোস না রাখাই ভালো। যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজটা নিয়ে দেশে ফেরার জন্য। এত বড় একটি সুযোগ পেয়েছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো কাজে লাগানোর। আমরা জেতার জন্যই নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নিয়ে আমাদের কিছু করার নেই।’

রিশাদ আরও বলেন, ‘এই সিরিজে আমরা কোনো নেগেটিভ চিন্তা করিনি। ক্যাচ মিস হতেই পারে, পরবর্তীতে আর এরকম হবে না আশাকরি। আমরা নিজেদের প্রসেস অনুযায়ী খেলব, বাকিটা মাঠে দেখা যাবে। মাঠে নামার আগে থেকেই আমাদের আত্মবিশ্বাস ছিল। সবার মাথায় ছিল যে আমরা যদি ১০০ কিংবা ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে জয় পাব। আমরা চিন্তা করছি যে এই সিরিজটা আমরা দেশে নিয়ে যাব ইনশাআল্লাহ।’