দলবদলের বাজারে নেইমারের দরপতন

Looks like you've blocked notifications!
আল-হিলালের অনুশীলন জার্সিতে নেইমার। ছবি : নেইমারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে

চোট, ক্লাবের সঙ্গে দ্বন্দ্ব, নতুন ক্লাবে গিয়ে ফের চোটে পড়া–নেইমার ভুলে যেতে চাইবেন বিদায়ী বছরটা। পিএসজিতে থাকাকালীন গত বছরের মার্চে চোটে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা। মৌসুম শেষে পাড়ি জমান সৌদি ক্লাব আল-হিলালে। ৯০ মিলিয়ন ইউরোতে আল-হিলালে যোগ দিয়ে ফের চোটে পড়েন। ক্লাবটির হয়ে খেলেছেন সাকুল্যে পাঁচ ম্যাচ। এমনকি এ বছরের কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এসবের প্রভাব পড়েছে দলবদলের বাজারেও। যে নেইমার কদিন আগেও আকাঙ্খিত ছিলেন সবার, দলবদলের বাজারে এবার দরপতন হয়েছে তার। ৩১ বছর বয়সী এই তারকার মার্কেট ভ্যালু কমেছে ৩০ মিলিয়ন ইউরো।

ফুটবল দলবদলের বাজার বিশ্লেষণ করা ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, জানুয়ারির শীতকালীন দলবদলে নেইমার নিজের মার্কেট ভ্যালু হারিয়েছেন। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে শীতকালীন দলবদল। সেখানে দেখা যায়, দরপতনের তালিকায় ওপরের দিকেই আছেন নেইমার। আগের চেয়ে ৩০ মিলিয়ন ইউরো কমেছে তার দাম।

দলবদলে দাম কমলেও ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় নেইমার আছেন সেরা তিনে। ক্রিস্টিয়ানো রোনালদোর ২৩৫ মিলিয়ন ইউরো এবং লিওনেল মেসির ১২২ মিলিয়ন ইউরোর পর বিদায়ী বছরে শত মিলিয়ন ইউরো আয় করা তৃতীয় ফুটবলার নেইমার। বেতন ও অন্যান্য খাত থেকে ২০২৩ সালে সাবেক বার্সা ও পিএসজি তারকা আয় করেছেন ১০১ মিলিয়ন ইউরো।