বিকেএসপির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বাফুফে

Looks like you've blocked notifications!
বিকেএসপি। ছবি : বাফুফে

সম্প্রতি বাংলাদেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ফুটবলে নিষিদ্ধ করেছিল বাফুফে। এক বছরের সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল বিকেএসপি। বাফুফের আপিল কমিটি সেই আবেদন পর্যালোচনা করে বিকেএসপির শাস্তি প্রত্যাহার করেছে।

আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে আপিল কমিটি বিকেএসপির নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে। বিকেএসপির দুই কোচকে ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বাফুফে। আপিল কমিটি শাস্তি পর্যালোচনা করে সিনিয়র শাহেনুরকে মাফ করলেও রবিউল ইসলামের শাস্তি বহাল রেখেছে।

এই বিষয়ে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন,‌ ‘আমরা সুস্পষ্টভাবে আমাদের অবস্থান তুলে ধরেছিলাম। প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপি কোনো অন্যায়-অনিয়ম করেনি। আপিল কমিটি আমাদের আবেদনটি গুরুত্ব সহকারে দেখেছে। তাদের সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই। এর মাধ্যমে প্রকৃত সত্যের জয় হলো।’

গত নভেম্বরে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বিকেএসপি ও আরামবাগ ফুটবল একাডেমি। সেই ম্যাচের পর বিকেএসপির ফুটবলারদের নিয়ে বাফুফের কাছে অভিযোগ জানায় আরামবাগ।

অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এবং তারা এক খেলোয়াড় নিবন্ধন করিয়ে অন্য খেলোয়াড়কে মাঠে নামানোর প্রমাণ পায়। যার ফলশ্রুতিতে এক বছরের সাজার পাশাপাশি এক লাখ টাকা আর্থিক জরিমানা ধার্য করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।