ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন দরিভাল

Looks like you've blocked notifications!
দরিভাল জুনিয়র। ছবি : এএফপি

কাতার বিশ্বকাপের পর প্রায় ১৩ মাস স্থায়ী কোনো কোচ ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। অস্থায়ী কোচ হিসেবে এতদিন দায়িত্ব সামলান ফার্নান্দো দিনিজ। তবে, তার অধীনে সাফল্য না আসায় এবার নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেলেসাওদের ডাগআউট সামলানোর দায়িত্বটা পড়তে যাচ্ছে দরিভাল জুনিয়রের ওপর।

আজ সোমবার (৮ জানুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, দরিভালই ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ নিজেই দরিভালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। দুই পক্ষের আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার। জানা গেছে, সাও পাওলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করতে যাচ্ছেন দরিভাল। সাও পাওলো কর্তৃপক্ষ নাকি নতুন কোচ খুঁজতে এরই মধ্যে বৈঠকেও বসেছে।

কোচিং পেশাতেও দারুণ সফল দরিভাল। ২২ বছরের ক্যারিয়ারে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার দুঃসময়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হাল ধরার অপেক্ষায় এই ব্রাজিলিয়ান কোচ।