মুজিব-ফারুকিদের নিয়ে নতুন সিদ্ধান্ত এসিবির
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেকটে প্রাধান্য দিতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার ইচ্ছা পোষণ করেন তিন আফগান ক্রিকেটার ফজল হক ফারুকি, নাভিন উল হক ও মুজিব উর রহমান। এমন সিদ্ধান্তে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে, নতুন খবর বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাখার পাশাপাশি তাদের সীমিত আকারে এনওসি দেবে এসিবি।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুযায়ী, ২০২৪ সালের নতুন চুক্তিতে এই তিন ক্রিকেটারকে থাকতে হবে। পাশাপাশি সীমিত পরিসরে তাদের বিদেশি লিগগুলোতে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। এরপর যদি তারা এমন কোনো কাজ করে, তাহলে তাদের বেতন ও ম্যাচ ফি কাটা হবে। তবে, ঠিক কতদিনের জন্য তাদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার অনুমতি দেওয়া হবে, সেটা জানানো হয়নি।
এই বিষয়ে বোর্ডের প্রধান মিরউইস আশরাফ বলেন, ‘আমরা সত্যিই আশা করি খেলোয়াড়রা ভবিষ্যতে একই ধরনের কাজ এড়িয়ে চলবে। কারণ, আমরা আশা করি তারা ভালোভাবে দেশের প্রতিনিধিত্ব করবে। যাইহোক, আফগানিস্তান ক্রিকেট এবং সংস্থার মর্যাদাকে প্রাধান্য দিয়ে এই ধরনের বিষয়গুলো আরও কঠোরভাবে মোকাবেলা করা হবে।’
এসিবি কড়া সিদ্ধান্ত নেওয়ার পর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি বিগ ব্যাশ লিগের খেলা বাদ দিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ফারুকি ও নাভিন। কিন্তু মেলবোর্ন স্টাইকার্সের হয়ে খেলা মুজিব সেখানে খেলার কারণে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন। তবে, ভারত সফরের দলে তাকে রাখা হয়েছে।