এমবাপ্পের জন্য পিএসজিই সেরা ক্লাব: খেলাইফি

Looks like you've blocked notifications!
নাসের আল খেলাইফি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : পিএসজির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

আগামী জুনে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। কিন্তু এর আগে, চলতি বছরের প্রথম দিন থেকে শীতকালীন দলবদল শুরু হওয়ায় আবারও এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও, এমবাপ্পেকে পিএসজিতে থেকে যাওয়ার পরামর্শ সভাপতি নাসের আল খেলাইফির।

গত কদিন ধরেই দলবদলের বাজারে এমবাপ্পের পিএসজির ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে তালিকায় বেশ ওপরের দিকেই আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট লিভারপুল। সম্প্রতি এমন গুঞ্জন  রীতিমত উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে নিজেই।

আজ বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এমবাপ্পে প্রসঙ্গে খেলাইফির ভাষ্য, ‘এমবাপ্পে এখানে বিশ্বের সেরা অনুশীলন সেন্টার পাচ্ছে। আছেন বিশ্বের সেরা কোচ লুইস এনরিকে। প্রতিবছরই সে চ্যাম্পিয়নস লিগে খেলার নিশ্চয়তা পাচ্ছে। আমরা অন্তত শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনাল ও ফাইনালেও উঠেছি। অর্থাৎ বড় ক্লাবগুলোর পাশাপাশিই আছি আমরা।’

পিএসজি সভাপতি আরও যোগ করেন, ‘সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের। আমি অনুরোধ করব, কিলিয়ানকে নিয়ে হইচই করবেন না, তাকে একা থাকতে দিন। যাতে সে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে।’