ধারাভাষ্যের পর এবার কোচিংয়ে দীনেশ কার্তিক

Looks like you've blocked notifications!
দীনেশ কার্তিক। ছবি : এএফপি

জানুয়ারিতে তিনটি চার দিনের ম্যাচ খেলতে ভারত সফরে আসছে ইংল্যান্ডের এ দল বা ইংল্যান্ড লায়ন্স। সিরিজের আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও মাঠে নামবে তারা। সেই সিরিজে ইংল্যান্ড লায়ন্স দলের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকা পালন করবেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক।

গতকাল বুধবার (১০ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে, মাত্র ৯ দিনের জন্য তিনি ব্যাটিং পরামর্শকের ভূমিকায় থাকবেন। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তিনি ইংল্যান্ড লায়ন্স দলকে ব্যাটিং নিয়ে পরামর্শ দেবেন। এরপর ইয়ান বেল তার জায়গা নেবেন।

এই বিষয়ে ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দীনেশ কার্তিককে পাওয়া তাদের কাছে দারুণ ব্যাপার। টেস্ট সিরিজের আগে প্রস্তুতিতে দারুণ গুরুত্বপূর্ণ হয়ে দাড়াবে দীনেশের অভিজ্ঞতা। ভারতের মাটিতে টেস্টে সাফল্য পেতে কী প্রয়োজন, তার কাছ থেকে সেটা শেখার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

২০০৪ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় দীনেশ কার্তিকের। ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি ওডিআই এবং ২৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। শুধু একজন ক্রিকেটার হিসেবে নয় বরং আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাকে নিয়মিত ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা যায়।