বিয়ে করলেন দুই ক্রিকেটার

Looks like you've blocked notifications!
খালেদ আহমেদ ও ইয়াসির রাব্বির বিয়ে। ছবি : খালেদ ও ইয়াসিরের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ইয়াসির রাব্বি ও খালেদ আহমেদ—প্রতিভাবান এই দুই ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে সুযোগ পেলেও নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেননি। পেসার খালেদ আহমেদ সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে প্রমাণে মরিয়া। অন্যদিকে, রাব্বির লক্ষ্য হারানো জায়গা পুনরুদ্ধার। দুইজনই আসন্ন বিপিএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে মাঠে নামার আগে বিয়ে করলেন এই দুই ক্রিকেটার। 

গতকাল বুধবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সী ‌পেসার খালেদ আহমেদ। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে খালেদ লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে তার’।

আর নিজ শহর চট্টগ্রামে বিয়ের পিঁড়িতে বসেন ব্যাটার ইয়াসির রাব্বি। নগরীর হল-টুয়েন্টিফোরে বিয়ের আয়োজন শেষ করেন রাব্বি। জানা গেছে, পাত্রীর নাম রিভা আনজুম। তিনি চট্টগ্রামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত। 

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অভিষেক হয় খালেদ আহমেদ। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতেও তার অভিষেক হয়। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ১২টি টেস্ট আর দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন। আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন এই পেসার।

অন্যদিকে, দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ১১টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে তার রান ২০৫। ওয়ানডেতে ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স।