এক পায়ে খেলার মতো ফিট থাকলেও পন্তকে চান গাভাস্কার

Looks like you've blocked notifications!
ঋষভ পন্ত ও ইনসেটে সুনীল গাভাস্কার। ছবি : পন্তের অফিসিয়াল ফেসবুক পেজ

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন ২০২২ এর ৩০ ডিসেম্বর। এরপর দীর্ঘ এক বছর সময় পেরিয়েছে। পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। মাঠের ক্রিকেটে ফিরতে নিজেকে তৈরি করছেন। আগামী আইপিএল দিয়ে মাঠে ফিরতে পারেন পন্ত। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার পন্ত বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। এর আগে আইপিএলে নিজেকে নিজেকে ঝালাই করার পালা। তবে, সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারের মতে, ঋষভকে বিশ্বকাপ দলে রাখা উচিত। এমনকি সে যদি এক পায়ে খেলার মতো ফিট থাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে গাভাস্কার বলেন, ‘আমি বিশ্বকাপে ঋষভকে দেখতে চাই। সে এখনও পুরোপুরি ফিট নয়। হাতে এখনও সময় আছে। বিশ্বকাপের আগে সে যদি এক পায়ে খেলার মতো অবস্থায়ও থাকে, তবু আমি তাকে দলে চাইব। অন্তত আমি যদি নির্বাচক হতাম, তাকে দলে নিয়ে নিতাম।’

২০২২ এর ৩০ ডিসেম্বর ভোরে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন পন্ত। গাড়ি চালানোর সময়ে ঘুমিয়ে পড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। দুর্ঘটনার সময়ে পন্তের গাড়িতে আগুন ধরে যায়। কৌশলে নিজেকে রক্ষা করলেও বেশ আঘাত পান তিনি। মাথায়, পিঠে ও হাঁটুতে গুরুতর চোট পান।