মিরাজকে বরিশালের অধিনায়ক হিসেবে চান তামিম

Looks like you've blocked notifications!
মেহেদী হাসান মিরাজ (বামে) ও তামিম ইকবাল । ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর দুদিনের অপেক্ষা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলে দশম আসর। এবারের আসরের অন্যতম ফেভারিট দল ভাবা হচ্ছে বরিশালকে। না ভেবে উপায়ও নেই।

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের তিনপাণ্ডব—তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ আছেন, পাশাপাশি আছেন অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিপিএল শুরুর ঘণ্টা প্রায় বেজে গেলেও এখনও নিশ্চিত হয়নি কোনো দলের অধিনায়ক। বরিশালের অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম শোনা গেলেও তিনি চাচ্ছেন অন্য কারও হাতে দায়িত্ব দিতে। দেশসেরা ওপেনারের প্রথম পছন্দ মিরাজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মিরাজকে অধিনায়ক হিসেবে চান তামিম, এমনটি জানিয়েছেন মিরাজ নিজেই।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) মিরাজ বলেন, ‘এখনও জানি না কে অধিনায়ক হবেন। তামিম ভাইয়েরই হওয়ার কথা। তবে তিনি আমাকে বলেছেন, তুই অধিনায়কত্ব করলে ভালো হয়। বাকিটা দলের সিদ্ধান্ত।’

আসরে বরিশালের প্রথম ম্যাচ রয়পুরের বিপক্ষে, আগামী ২০ জানুয়ারি। এখনও শিরোপার দেখা না পাওয়া দলটি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।