নিয়ম ভেঙে দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং করেছেন রোহিত?

Looks like you've blocked notifications!
দ্বিতীয় সুপার ওভারে রোহিতের ব্যাটিং। ছবি : এএফপি

বেঙ্গালুরুতে আফগানিস্তান-ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিকে ইতিহাসের অন্যতম সেরা ম্যাচগুলোর একটি বলাই যায়। হাই স্কোরিং এই ম্যাচের নিষ্পত্তি করতে দরকার পড়ে দুটি সুপার ওভার। যার দ্বিতীয়টিতে জয় পায় ভারত। তবে, দুই সুপার ওভারে কিভাবে ব্যাটিংয়ে নামলেন রোহিত, তা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার প্রথম সুপার ওভারে আউট হলে দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে পারবেন না। তাহলে কি রোহিত নিয়ম ভেঙেছেন? আম্পায়াররা কি ভুল করেছেন? এমন পরিস্থিতিতে ক্রিকেট বিশেষজ্ঞরা তুলে ধরছেন আইসিসির প্লেয়িং কন্ডিশনের ষষ্ঠ পরিশিষ্টের ২২ নম্বর নিয়ম।

উক্ত নিয়মে বলা আছে, ‘আগের কোনো সুপার ওভারে আউট হয়ে যাওয়া কোনো ব্যাটার পরবর্তী কোনো কোনো সুপার ওভারে ব্যাট করার যোগ্য হবেন না। সেই নিয়ম অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করার কথা ছিল না রোহিতের। কারণ প্রথম সুপার ওভারে তিনি ‘রিটায়ার্ড আউট’ হয়ে গিয়েছিলেন। একাংশের যুক্তি ছিল যে রোহিত ‘রিটায়ার্ড হার্ট’ হয়েছেন।

তবে, আইসিসির স্কোরকার্ডে স্পষ্টতই লেখা ছিল যে প্রথম সুপার ওভারে ‘রিটায়ার্ড আউট’ হয়েছেন রোহিত। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের বিপক্ষে প্রথম সুপার ওভারের শেষ বলের আগে রোহিত যা করেছেন, সেটা ক্রিকেটের আইনে বৈধ। কিন্তু দ্বিতীয় সুপার ওভারের ক্ষেত্রে আম্পায়াররা ভুল সিদ্ধান্ত নিয়েছেন।

নিয়ম অনুযায়ী প্রথম সুপার ওভারে বল করা বোলার এর পরের সুপার ওভারে বল হাতে নিতে পারেননি। যে কারণে প্রথম সুপার ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে বোলিং করালেও পরেরটিতে ফরিদের দ্বারস্থ হতে হয় আফগানিস্তানকে। আউট হওয়া ব্যাটসম্যানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হলেও রোহিত কীভাবে ব্যাটিং করেছেন, সেটি একটি বড় প্রশ্ন। 

ম্যাচ শেষে টিভি সাক্ষাৎকারে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানান, রোহিত রিটায়ার্ড করেছিলেন। অর্থাৎ রিটায়ার্ড আউট নন। বিষয়টিকে তিনি ২০২২ সালের আইপিএলে রবীচন্দ্রন অশ্বিনের কৌশলগত অবসরের সঙ্গে তুলনা করেন।

অন্যদিকে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট জানান, ‘আমার কোনো ধারণা নেই। আগে কি দুটি সুপার ওভার হয়েছে? আমি এটাই বলার চেষ্টা করছি। এটা অনেকটা নতুনের মতো। আমরা এই নতুন ধরনের নিয়মগুলোতে অভ্যস্ত হতে থাকি।’