অবসর নিয়ে এখনই ভাবছেন না জকোভিচ

Looks like you've blocked notifications!
নোভাক জকোভিচ। ছবি : এএফপি

নোভাক জকোভিচ যেন রীতিমতো উড়ছেন। বয়স ৩৬, এখনও র‌্যাকেট হাতে দুর্দান্ত। টেনিস কোর্টে প্রতিপক্ষকে কোনো সুযোগই দিচ্ছেন না প্রতিদ্বন্দ্বিতার। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে যেমন আজ রোববার (২১ জানুয়ারি) সরাসরি সেটে হারালেন আদ্রিয়ান মান্নারিনোকে। ৬-০, ৬-০, ৬-৩ এ ম্যাচ জিতে জকোভিচ নিশ্চিত করলেন কোয়ার্টার ফাইনাল।

টেনিসে পুরুষ এককের বর্তমান এক নম্বর ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী জকোভিচ। রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর আধুনিক টেনিসের ’ফ্যান্টাস্টিক থ্রি’-র শেষ প্রতিনিধি হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জকোভিচ। আজকের ম্যাচ শেষে তাকে অবসরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে জানান, এখনই ভাবছেন না তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিজের অবসর নিয়ে জকোভিচ বলেন, ‘আমি এখন টেনিসের নাম্বার ওয়ান। কোর্টে ছন্দ ধরে রেখেছি। এ অবস্থায় টেনিস ছাড়ার কথা ভাবছি না। আমি আরও কিছুদিন চালিয়ে যেতে চাই। যখন শরীরে চাপ অনুভূত হবে, তখন হয়তো ভাবব। তবে, সেটি এখন নয়।’

আজকের ম্যাচে জয়ের মধ্য দিয়ে টানা অস্ট্রেলিয়ান ওপেনে টানা ৩২ ম্যাচ অপরাজিত জকোভিচ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ান এই তারকা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন মোট ১০ বার।