বিপিএল খেলতে ঢাকায় বাবর-রিজওয়ান

Looks like you've blocked notifications!
বাবর ও রিজওয়ান। ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের অন্যতম বড় আকর্ষণ দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। চলতি আসরের বেশক’টি ম্যাচ মাঠে গড়ালেও শুরু থেকে তাদের সার্ভিস পায়নি কুমিল্লা ও রংপুর। ভক্তদের জন্য সুখবর, বিপিএল মাতাতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন তারা।

গতকাল সোমবার (২২ জানুয়ারি) রাতে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে একই ফ্লাইটে সরাসরি নিউজিল্যান্ড থেকে ঢাকায় এসেছেন তারা। বাবর খেলবেন রংপুর রাইডার্সে, রিজওয়ানের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবকিছু ঠিক থাকলে আজকের ম্যাচেই দেখা যেতে পারে তারকা দুই ক্রিকেটারকে।

বাবর-রিজওয়ান এলেও এবারের বিপিএলে অনেককেই অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। যে তালিকায় আছেন ফখর জামান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ হারিসের মতো ক্রিকেটার। অনুমতিপত্র ছাড়াই বাংলাদেশে চলে এসেছিলেন হারিস। অনাপত্তিপত্র না পাওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে যান তিনি।

সাত বছর আগে বিপিএল খেলতে এসেছিলেন বাবর আজম। সেটা ২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে। ওই আসরে চার ইনিংস ব্যাট করা বাবরের সংগ্রহ ছিল মোট ১১৭ রান। অন্যদিকে ২০২৩ সালের বিপিএলে কুমিল্লার হয়ে বেশ ভালো ব্যাটিং করেছিলেন রিজওয়ান। ১০ ম্যাচে চার ফিফটিতে তার সংগ্রহ ছিল ৩৫১ রান।

রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস-ফরচুন বরিশালের ম্যাচটি শেষ হতে যাচ্ছে বিপিএলের দশম আসরের ঢাকা পর্বের প্রথম ধাপ। এই চারটি দলের মধ্যে একমাত্র ফরচুন বরিশাল ছাড়া বাকি দলগুলো তাদের প্রথম ম্যাচে জিততে পারেনি। তাই আজ দলগুলো চাইবে প্রথম জয় তুলে ঢাকা পর্ব শেষ করতে।