৯টি ফেডারেশনের সঙ্গে বৈঠকে নাজমুল হাসান

Looks like you've blocked notifications!
জাতীয় ক্রীড়া পরিষদে বৈঠক শুরুর আগে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। ছবি : এনটিভি অনলাইন

জাতীয় ক্রীড়া পরিষদে দেশের ৯টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠক করছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ফেডারেশনগুলোর শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় শুরু হয়েছে এ বৈঠক। ১০টি ফেডারেশন আসার কথা থাকলেও উপস্থিত নেই টেবিল টেনিস ফেডারেশন।

মন্ত্রীত্ব পাওয়ার পর গত ১৪ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম বৈঠক করেন নাজমুল হাসান। সেদিন তিনি জানিয়েছিলেন, দেশের সবগুলো ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বসবেন। কথা অনুযায়ী, আজ প্রথমবার শুরু করেছেন আলোচনা-পর্যালোচনা সভা।

এর আগে ক্রীড়া পরিষদে ঢোকার মুহূর্তে নাজমুল হাসান বলেন, 'আমরা ফেডারেশনগুলোর সঙ্গে একে একে কথা বলব। তাদের সমস্যাগুলো শুনব। তারা আমাকে নিজেদের চাহিদার কথা জানাবে। ক্রীড়া মন্ত্রণালয়েরও কিছু সীমাবদ্ধতা আছে। সবমিলিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেব কতটুকু করা সম্ভব।'

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে মোট ৫৫টি ফেডারেশন রয়েছে বাংলাদেশে। সবগুলো ফেডারেশনের আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া সম্ভব নয়, তবে এর জন্য তাদের খেলা আটকে থাকবে না। এমনটিই জানিয়ে গত ১৪ জানুয়ারি নাজমুল হাসান বলেছিলেন, 'সব খেলা তো আর আন্তর্জাতিক পর্যায়ে যাবে না। এমন অনেকগুলো ফেডারেশন আছে, যারা ইতোমধ্যে ভালো। তবে, তাদের আর্থিক সমস্যা আছে। তারা আমার সঙ্গে বসে আমাকে একটা লক্ষ্য দেবে, বাজেট দেবে। আমি তিন বছর সময় দিব তাদের। যেন অগ্রগতি দেখতে পারি।’