ক্রীড়ামন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি ফেডারেশনগুলো

Looks like you've blocked notifications!
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (বামে), ফিরোজা করিম (মাঝে) ও ইন্তেখাবুল হামিদ অপু। ছবি : এনটিভি অনলাইন

জাতীয় ক্রীড়া পরিষদে দেশের ৯টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ফেডারেশনগুলোর শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় শুরু হয় এ বৈঠক। মন্ত্রীত্ব পাওয়ার পর গত ১৪ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম বৈঠক করেন নাজমুল হাসান। সেদিন তিনি জানিয়েছিলেন, দেশের সবগুলো ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বসবেন। কথা অনুযায়ী, আজ প্রথমবার শুরু করেন আলোচনা-পর্যালোচনা সভা।

উপস্থিত ফেডারেশনগুলো সভা শেষে নিজেদের সন্তুষ্টির কথা জানান। বেশ কয়েকটি ফেডারেশনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা খুশি যে মন্ত্রী সময় নিয়ে তাদের কথা শুনেছেন।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর্চারি ফেডারেশনের সাফল্য আছে। আমরা আন্তর্জাতিক অঙ্গনে ১০টি স্বর্ণপদক জিতেছি। ৪১টি দেশে বিভিন্ন সময় টুর্নামেন্টে অংশ নিয়েছে খেলোয়াড়রা। এসব শুনে মন্ত্রী খুশি হয়েছেন। যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী তিনি।’

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী বলেন, ‘এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। একজন মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর প্রথমেই সবাইকে নিয়ে বসেছেন। আমাদের কথা মন দিয়ে শুনেছেন। আমরা যা চেয়েছি সেগুলো পূরণের আশ্বাস দিয়েছেন তিনি। আমরা সন্তুষ্ট।’

বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘শ্যুটিং নিয়ে আমাদের অর্জন কী, সামনে লক্ষ্য-উদ্দেশ্য কী সেসব নিয়ে কথা হয়েছে। আমরা অলিম্পিক মেডেল জিততে চাই। তার জন্য অনেক কিছুই করতে হবে, সেসব উপস্থাপন করেছি। শোনার পর পাপন ভাই বলেছেন, সবকিছুর জন্য টিমওয়ার্ক প্রয়োজন। উনার দিক থেকে যা করার, সেসব করার আশ্বাস দিয়েছেন।’