অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে সাবালেঙ্কা

Looks like you've blocked notifications!
আরিয়ানা সাবালেঙ্কা। ছবি : এএফপি

টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন আরিয়ানা সাবালেঙ্কা। নারী টেনিসের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নিশ্চিত করেছেন ফাইনাল। রড লেভার অ্যারেনায় প্রথম সেমি ফাইনালে চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাফকে ৭-৬ ও ৬-৪ গেমে হারান সাবালেঙ্কা।

বেলারুশের ২৫ বছর বয়সী তারকা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন। তার সামনে শিরোপা ধরে রাখার মিশন। এ জয়ে নারী টেনিসের দুই কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্সের পাশে বসেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে টানা ১৩ ম্যাচ জিতে এ দুজনের পাশে বসলেন তিনি।

এ দিন ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। তবে, সহসাই ম্যাচে ফেরেন গাফ। একটা সময়ে প্রথম সেট টাই হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-২ গেমে হারিয়ে প্রথম সেট জিতে নেন সাবালেঙ্কা। প্রথম সেট জিতে চাঙা সাবালেঙ্কা দ্বিতীয় সেট জেতেন সহজেই। উঠে যান অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। 

দ্বিতীয় সেমিতে অবাছাই ডায়ানা ইয়াস্ত্রেমস্কাকে হারিয়ে ফাইনালে ওঠেন দ্বাদশ বাছাই চীনের কিনওয়েন ঝেং। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনাল।