শোয়েবের ফিক্সিংয়ের গুঞ্জনে মুখ খুলল বরিশাল

Looks like you've blocked notifications!
শোয়েব মালিক ও মিজানুর রহমান। ছবি : বিসিবি

সাম্প্রতিক সময়ে মাঠের পাশাপাশি মাঠের বাইরের নানা ইস্যুতে বেশ আলোচনায় আছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। গত সপ্তাহে হুট করেই তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনা, ফরচুন বরিশালের হয়ে বিপিএলে এক ওভারে তিন ‘নো বল’ দেওয়া ও পারিবারিক কারণ দেখিয়ে হুট করেই বিপিএল ছাড়া। সবকিছুই আলোচনায়।

বিশেষ করে তিন ‘নো বল’ এর ঘটনায় ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করছেন অনেকে। অবশেষ, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল ফ্র্যাঞ্চাইজিটি।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) এক ভিডিও বার্তার মাধ্যমে শোয়েব মালিক ইস্যুতে কথা বলেন বরিশালের মালিক মিজানুর রহমান। ফিক্সিংয়ের বিষয়টিকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন,'আসসালামুআলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি ফরচুন বরিশালের সকল দর্শকদেরকে এবং সমর্থকদেরকে। শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।'

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল। সেই ম্যাচে খুলনার ইনিংসের চতুর্থ ওভারে শোয়েব মালিক তিনটি বড় বড় ‘নো বল’ করেন! তখনই প্রশ্ন ওঠে যে- একজন অফস্পিনার কীভাবে একই ওভারে তিনটি ‘নো বল’ করতে পারেন? ওভারটিতে তিনটি ‘নো বল’ সহ দুই চার ও এক ছক্কায় ১৮ রান দেন মালিক। শেষ পর্যন্ত ১৮৭ রান টপকে তারা জিতে যায় আট উইকেটের বিশাল ব্যবধানে।