সাকিব-তামিমের সমস্যা নিয়ে যা বলল তদন্ত কমিটি

Looks like you've blocked notifications!
তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ছবি : এএফপি

সাকিব আল হাসান ও তামিম ইকবাল—বাংলাদেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র। হঠাৎই সেই নক্ষত্রে ছন্দপতন। বিকেএসপি থেকে যে বন্ধুত্বের পথচলা, দুই বন্ধু হয়ে যান একে অপরের অলিখিত শত্রু। গত ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবাল খেলেননি। পেছনের কারণ হিসেবে অনেকেই সাকিবের হাত দেখেছেন। বিশ্বকাপে সাকিবও দিতে পারেননি সমালোচনার জবাব। মাঠের খেলায় ব্যর্থ হন তিনি।

মাঠের ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী দশা, আর মাঠের বাইরে সাকিব-তামিমের কথার বাণে পুরো ক্রিকেট স্তব্ধ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠন করে তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্ত কমিটি আজ সোমবার (২৯ জানুয়ারি) আলাদাভাবে কথা বলেন সাকিব ও তামিমের সঙ্গে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দুজনই এখন সিলেটে। বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। তামিমের দল সাকিবের পুরোনো ডেরা ফরচুন বরিশাল। সিলেটে এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান—তিন বোর্ড পরিচালক কথা বলেছেন এই দুজনের সঙ্গে।

দুই তারকার সঙ্গে কথা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এনায়েত হোসেন সিরাজ। বিসিবির এই পরিচালক বলেন, ‘দুজনের সঙ্গেই আমরা কথা বলেছি। সবাই যেভাবে দ্বন্দ্ব ভাবছে, আমি সেটা ভাবছি না। পরিস্থিতিতে অনেক কিছুই হয়। এটা স্থায়ী কিছু নয়। ওদের যে সমস্যা, সেটি সমাধানযোগ্য। তবে, এখনই আমরা কিছু বলতে পারছি না। ওরা যে ব্যাখ্যা দিয়েছে, সেগুলো অনেক গোপনীয় ব্যাপার। সময় হলে আপনারা সব জানতে পারবেন।’