ইস্টবেঙ্গলে কেমন হলো সানজিদার অভিষেক?

Looks like you've blocked notifications!
ইস্টবেঙ্গলের জার্সিতে সানজিদা আক্তার। ছবি : ইস্টবেঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ

ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। এই ক্লাবে খেলেছিলেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মোনেম মুন্না। এরপর আরও পুরুষ ফুটবলার খেললেও ক্লাবটির নারী দলে কোনো বিদেশি খেলেননি এতদিন। কেবল বাংলাদেশি হিসেবেই নয়, সানজিদা খাতুন তাই হয়ে রইলেন ক্লাবটিতে খেলা প্রথম বিদেশি নারী ফুটবলার।

বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড নিজেও এবারই প্রথম ডাক পেলেন দেশের বাইরে। ইস্টবেঙ্গলের হয়ে ওড়িশা এফসির বিপক্ষে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) অভিষেক হয়েছে সানজিদার। তার গায়ে দেখা গিয়েছে ১০ নম্বর জার্সি।

অভিষেক ম্যাচটা অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি সানজিদা। ওড়িশার বিপক্ষে গোলশূন্য ড্র করে তার দল ইস্টবেঙ্গল। ম্যাচে সানজিদা ছন্দেই ছিলেন। বেশ কয়েকটি আক্রমণ করেন তিনি। তবে, দলের বাকিরা সেসব কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের শেষ দিকে ওয়ান টু ওয়ানে হালকা চোট পান এই তারকা। যদিও, তা গুরুতর নয়।

সানজিদার পরের ম্যাচ বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বিপক্ষে। তিনিও খেলছেন ভারতের নারী লিগে। সাবিনার দল কিকস্টার্ট এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

এই দ্বৈরথ নিয়ে সানজিদাকে শুভকামনা জানানোর পাশাপাশি সাবিনা লিখেছিলেন— ‘দ্রুতই তোমার সঙ্গে মাঠে দেখা হবে। চলো, একসঙ্গে দেশকে গর্বিত করি।’