বিপিএল থেকে বিরতিতে মাশরাফী

Looks like you've blocked notifications!

সিলেট স্ট্রাইকার্স বড় আশা নিয়েই মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম সফল অধিনায়ক মাশরাফী। তার হাত ধরে শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখা দলটির জন্য কি বাড়াবাড়িই ছিল? হয়ত!

চলতি আসরে সিলেট একমাত্র দল, যারা হেরেছে পাঁচ ম্যাচের সবকটিতে। ঢাকায় টানা দুই হারের পর, সিলেট পর্বে এসেছিল জয়ের খোঁজে। সিলেটেও টানা তিন ম্যাচ শেষে জয় অধরাই রয়ে গেল। সেই দলের অধিনায়ক কি না মাশরাফী।

মাশরাফীর দলে থাকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন ক্রিকেটের অনেক বড় নাম। মোহাম্মদ আশরাফুল, আকরাম খানের মতো তারকারা বলেছিলেন, আনফিট মাশরাফী মাঠে নেমে বিপিএলের ইমেজ নষ্ট করছে। অন্যদিকে, সিলেট বরাবরই তাদের অধিনায়কের পক্ষে ছিল।

তবে, দল থেকে এবার বিরতি নিচ্ছেন মাশরাফী। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) এমনটিই জানিয়েছে সিলেট কর্তৃপক্ষ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পাওয়ায় খেলা থেকে বিরতি নিচ্ছেন মাশরাফী। তবে, তিনি কথা দিয়েছেন যদি রাজনৈতিক দায়িত্ব ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মেলে তাহলে আবারও দলের হয়ে মাঠে নামবেন।’

মাশরাফীর অবর্তমানে সিলেটের অধিনায়কত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন। চলতি আসর থেকে সিলেটের বিদায় এক প্রকার নিশ্চিত বলা চলে। মিঠুনের নেতৃত্বে জয়ের খোঁজ পাওয়াটাই এখন দলটির প্রধান লক্ষ্য।