তরুণ জাইসওয়ালের অনবদ্য ডাবল, থামালেন ‘বুড়ো’ অ্যান্ডারসন

Looks like you've blocked notifications!
জাইসওয়াল ও অ্যান্ডারসন। ছবি : এএফপি

ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে বলতে গেলে একাই দাঁড়িয়ে ছিলেন যশভী জাইসওয়াল। অষ্টম ব্যাটার হিসেবে যখন আউট হন, তখন ভারতের রান ৩৮৩, জাইসওয়ালের একাই ২০৯। গোটা চার সেশন ইংলিশ বোলারদের নাস্তানাবুদ করেছেন। তুলে নিয়েছেন টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি।

বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছে স্বাগতিক ভারত। টেস্টের দ্বিতীয় দিন চলছে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি)। ইনিংসে ১০২তম ওভারের দ্বিতীয় বল করতে এলেন শোয়েব বশির। তার ফুলটসে স্কয়ার লেগে কাট করে বল সীমানা ছাড়া করলেন জাইসওয়াল। ১৯৭ থেকে ২০১— টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে কী রাজসিকভাবেই না পৌঁছালেন ২২ বছর বয়সী তরুণ ভারতীয় ওপেনার।

ক্যারিয়ারের জাইসওয়ালের এটি ষষ্ঠ টেস্ট। অভিষেক হয়েছে গত বছর। আগের পাঁচ টেস্টেই নিজেকে চিনিয়েছেন এই বাঁহাতি। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল ১৭১, যেটি গতকাল টপকে যান তিনি। আগের সর্বোচ্চ ১৭১ রান এসেছিল অভিষেক টেস্টেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

শেষ পর্যন্ত জাইসওয়ালকে থামান জেমস অ্যান্ডারসন। ইংলিশদের ‘বুড়ো’ ঘোড়াটাই এনে দিলেন সবচেয়ে বড় উইকেটটা। অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে থামে জাইসওয়ালের ঝলমলে ইনিংসটি। ২৯০ বলে ১৯টি চার ও সাতটি ছক্কায় ২০৯ রান করেন তিনি। ভারতও প্রথম ইনিংসে গড়ে ৩৯৬ রানের সংগ্রহ।