এশিয়া কাপের অর্থ নিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার বিরোধ

Looks like you've blocked notifications!
পিসিবি ও এসএলসি। ছবি : এএফপি

ভারতের আপত্তির মুখে ২০২৩ এর এশিয়া কাপ হাইব্রিড মডেলে করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে সময় সহ-আয়োজক হিসেবে দেশটি বেছে নেয় শ্রীলঙ্কাকে। এশিয়া কাপের ১৬তম আসর শেষ হওয়ার পাঁচ মাস পেরোলেও আর্থিক বিষয়াদি নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ঝামেলা রয়েই গেছে।

গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, হাইব্রিড মডেলে আয়োজিত এশিয়া কাপের অর্থ পরিশোধ এখনও বাকি থাকা নিয়ে পিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে মতবিরোধ একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসএলসি সভাপতি শামি সিলভা দাবি করেন, এশিয়া কাপের হোটেল বিল এখনও পরিশোধ করেনি পিসিবি। এসিসি সভাপতি জয় শাহ বিষয়টি নিয়ে পিসিবির সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, পিসিবি নিজেরাই এশিয়া কাপের অনেক বিল এখনও পায়নি। এ কারণে এসএলসিকে তাদের পাওনা পরিশোধ করতে দেরি হচ্ছে। গত নভেম্বরে এসিসির কাছে চার্টার্ড ফ্লাইটের অর্থ দাবি করেছিল পিসিবি। সেসময় টুর্নামেন্টের আয়োজন-স্বত্ব বাবদ ২৫ লাখ মার্কিন ডলারের সঙ্গে টিকিট ও স্পন্সরশিপ অর্থের বাইরে এসিসির কাছে বাড়তি অর্থ চেয়েছে পিসিবি। যদিও এসিসির সাড়া মেলেনি।

জানা গেছে, হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজন-স্বত্ব বাবদ এসিসি পিসিবিকে ২৫ লাখ ডলার দিলেও সব মিলিয়ে তাদের খরচ হয়েছে ৪০ লাখ ডলারের মতো। যেহেতু এসিসি বাড়তি প্রায় ১৫ লাখ টাকা পিসিবিকে দিতে রাজি হয়নি, তাই পিসিবিও এসএলসির বাকি পাওনা ঝুলিয়ে রেখেছে।