সাকিবকে অধিনায়ক না করার পরামর্শ নাজমুল আবেদীনের

Looks like you've blocked notifications!

চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান— গত দুমাস ধরেই যা ভাবনার বিষয়। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব, তার সমস্যায় তাই বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) কপালেও তাই চিন্তার ভাঁজ। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলের অধিনায়কের এমন হাল জন্ম দিচ্ছে আরেক প্রশ্নের, কে হবেন বিশ্বকাপের অধিনায়ক?

সাকিব আগেই বলে দিয়েছিলেন, অধিনায়কত্ব করতে চান না তিনি। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ভালো করছেন বৈকি, তবে সাকিব তো সাকিবই। চোখের সমস্যা ও নানা সমালোচনা নিয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বশেষ ম্যাচে রংপুরের হয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব নিজের চোখ ও ফিটনেস নিয়ে কাজ করছেন বিশ্বকাপের সময় থেকেই। ছোটবেলার কোচ নাজমুল আবেদীনের ফাহিমের অধীনে আলাদাভাবে অনুশীলন করছেন নিয়মিতই। সাকিবকে যাতে অধিনায়ক করা না হয়, সে কথা বললেন বর্ষীয়ান এই কোচও।

এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল আবেদীন বলেন, ‘সাকিবের চোখের সমস্যাটা গুরুতর। আশার খবর হচ্ছে, সে সার্জারির দিকে না গিয়ে ন্যাচারাল প্রসেসে সমাধানের চেষ্টা করছে। তাকে চাপমুক্ত রাখা প্রয়োজন। এমন অবস্থায় আমার মনে হয় না তাকে অধিনায়কত্ব দেওয়াটা ঠিক হবে। এতে, হিতে বিপরীত হতে পারে। তারচেয়ে নিজের মতো করে সে ফিট হয়ে উঠুক।’