রোমাঞ্চকর ম্যাচের পর এশিয়ান কাপের ফাইনালে কাতার

Looks like you've blocked notifications!
উল্লসিত কাতারের ফুটবলাররা। ছবি : এএফপি

এএফসি এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন কাতার। আসরের স্বাগতিক দেশও দলটি। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে এবার সবচেয়ে বেশি ফেভারিট ধরা হচ্ছে তাদেরই। দলটি ইতোমধ্যে ফাইনালে পৌঁছেছে। ফের সেরাদের সেরা হওয়া থেকে এক ম্যাচ দুরত্বে দলটি। আল-থামামা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে পিছিয়ে পড়েও ইরানকে ৩-২ গোলের ব্যবধানে হারায় কাতার।

শক্তি-সামর্থ্যে দুদলই বলা চলে সেয়ানে সেয়ানে। স্বাগতিক হওয়াতে বাড়তি সুবিধা ছিল কাতারের। গোটা ম্যাচে অবশ্য আধিপত্য বজায় রাখে ইরান। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় দলটি। সরদার আজমাউনের গোলে লিড পায় তারা। ১৭ মিনিটে সেটি শোধ করেন কাতারের জসিম গাবার। ৪৩ মিনিটে আকরাম আফিফের গোলে এগিয়ে যায় কাতার।

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতার। ফিরে এসে গোল হজম করে। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ইরানের আলি রেজা গোল করলে খেলায় সমতা ফেরে। ম্যাচে ফিরে আসে উত্তেজনা। দুদলেই এগিয়ে যেতে মরিয়া চেষ্টা চালায়।

ম্যাচের ৮২ মিনিটে কাতারকে আনন্দের উপলক্ষ এনে দেন আলময়েজ আলি। তার গোলেই ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে যায় কাতার। ৯০ মিনিটে ইরানের সুজা খালিদ লাল কার্ড দেখলে দলটি পরিণত হয় ১০ জনে। খানিক বাদে রেফারির শেষ বাঁশি বাজলে উল্লাসে মাতে কাতার।

ফাইনালে কাতারের প্রতিপক্ষ জর্ডান। যারা প্রথমবারের মতো আসরের ফাইনাল খেলছে।