আইপিএলে দল পেলেন শামার জোসেফ

Looks like you've blocked notifications!
শামার জোসেফ। ছবি : এএফপি

একটি টেস্ট, একটি ইনিংস, সাতটি উইকেট— ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটার শামার জোসেফের জীবনের গল্পটাই বদলে দিয়েছে। সাদা পোশাকে রঙিন পারফর্ম করা জোসেফের দুনিয়াটাই এখন রঙিন। ২২ বছর বয়সী এই তরুণ ক্যারিয়ারে পাচ্ছেন বসন্তের হিমেল হাওয়া। এক মাস আগেও কি তিনি ভাবতে পেরেছিলেন, আইপিএলে ডাক পাবেন? তিনি ভেবেছেন কি না তা তিনিই জানেন, তবে তিনি ডাক পেয়েছেন। জোসেফকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।

ওয়েস্ট ইন্ডিজের বিস্ময়বালক জোসেফকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে লখনৌ কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) পোস্ট করেছে তারা। সেখানে লখনৌ তাকে অভিনন্দন জানিয়ে বলে, ‘স্বাগত শামার। তোমাকে পেয়ে আমরা ভীষণ খুশি।’

ইংলিশ ক্রিকেটার মার্ক উডের বদলে জোসেফেকে দলে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। ইংল্যান্ড জাতীয় দলের খেলার কারণে উডকে ছাড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। বিকল্প হিসেবে জোসেফকে তিন কোটি রুপিতে দলে ভিড়িয়েছে তারা।

এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ডাক পান জোসেফ। পিএসএলে তিনি খেলবেন পেশওয়ার জালমির হয়ে। সবচেয়ে বড় সুখবর অবশ্য জোসেফ পেয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে। তাকে যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও নিয়ে আসা হয়েছে।