সব হারিয়ে শেষটা ভালো করার আশায় তাসকিন

Looks like you've blocked notifications!
তাসকিন আহমেদ। ছবি : দুর্দান্ত ঢাকা

দুর্দান্ত ঢাকা— নামের মতোই নবাগত ঢাকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অভিযান শুরু হয়েছিল দুর্দান্তভাবে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভসূচনা করে ঢাকা। এর পরের গল্পে কেবলই হতাশা। হারের বৃত্ত থেকে বের হতে পারেনি একটি ম্যাচেও। সাত দলের বিপিএলে সবার শেষে থাকা ঢাকার সবেধিন নীলমণি জয় ওই একটিই। বাকি আট ম্যাচে টানা পরাজয়।

প্রথম ছয় ম্যাচে থাকার অধিনায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। চোটের কারণে শেষ তিন ম্যাচে মাঠে নেই তিনি। দায়িত্ব সামলাচ্ছেন তাসকিন আহমেদ। যিনি আবার ঢাকার আইকন প্লেয়ারও। তবে, অধনায়ক বদলালেও ভাগ্য বদল হয়নি তাদের। সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছে ৪০ রানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তাসকিনের চোখেমুখে রাজ্যের হতাশা। খানিকটা ক্লান্তও লাগল তাকে। এতটা খারাপ করবে দল, এ যে ভাবনাতীত ছিল। অথচ ব্যক্তিগত পারফর্ম্যান্স দেখলে এগিয়ে আছে ঢাকা। বল হাতে শরিফুল ইসলাম দুর্দান্ত। ব্যাট হাতে নাঈম শেখ অনবদ্য। তাসকিনও চোট কাটিয়ে একটু একটু করে ফিরে পাচ্ছেন নিজেকে। তবু, দল হয়ে ওঠা হচ্ছে না তাদের।

সংবাদ সম্মেলনে শনিবার (১০ ফেব্রুয়ারি) তাসকিন বলেন, ‘বেশিরভাগ ম্যাচেই আমাদের ভালো ক্রিকেট খেলা হয়নি। আসলে হারতে থাকলে সবাই মানসিকভাবে ভেঙে পড়ে। দোষ বের করলে অনেক কিছুই বলা যায়। দলের কর্তৃপক্ষ, সমর্থকরা সবাই তো আশা করে আমরা ভালো খেলি। আমরা হয়তো প্লে অফে যেতে পারব না। শেষ যে কটা ম্যাচ আছে, এগুলো ভালোভাবে শেষ করতে চাই। খেলোয়াড়দেরও ক্যারিয়ারের একটা ব্যাপার আছে। যদি ভালো খেলতে পারে, তাহলে অন্তত আমাদের একটা প্রাপ্তি হবে।’