মেসিকে রোনালদোর চেয়ে এগিয়ে রাখেননি দানি কার্ভাহাল

Looks like you've blocked notifications!
মেসি ও রোনালদো ও ইনসেটে কার্ভাহাল। ছবি : এএফপি

বিশ্বকাপ জিতে সমকালের সেরার তর্কটা থামিয়ে দিয়েছেন লিওনেল মেসি। জায়গা করেছেন নিয়েছেন সর্বকালের সেরাদের ছোট তালিকায়। তবে, ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ দানি কার্ভাহাল তা মানেন না। তার কাছে রোনলদো-মেসি দুজনই সমান।

গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কার্ভাহালের কাছে কেউই এগিয়ে নেই, পিছিয়েও নেই। বরং তিনি মনে করেন, রোনালদো-মেসি একসঙ্গে এক দলে খেললে সেটি হতো বোমা। যদিও, তা সম্ভব নয়।

কার্ভাহাল বলেন, ‘রোনালদো-মেসি দুজনই অসাধারণ। আমি কাউকে ওপরে তুলব না। দুজনই আমার পছন্দের। তারা দানব। যদি এক দলে খেলত কখনও, তাহলে সেটি হতো বিস্ফোরণ।’

দুই মহাতারকা সম্পর্কে কার্ভাহাল যোগ করেন, ‘রোনালদো ফিনিশিংয়ে সেরাদের সেরা। তার গোলক্ষুধা ভিন্ন রকম। আক্রমণ ও ফিনিশিংয়ে তার তুলনা নেই। অন্যদিকে, মেসির খেলার ধরন আরেক রকম। তিনি নিচে নেমে আক্রমণ তৈরি করতে পারেন। এরপর খেলাটিকে সামনের দিকে এগিয়ে নেন। নিজে সুযোগ তৈরি করেন, অন্যদেরও করে দেন।’