অবসরের চূড়ান্ত সময় জানালেন ওয়ার্নার

Looks like you've blocked notifications!
ডেভিড ওয়ার্নার। ছবি : এএফপি

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত জানুয়ারিতে। ওয়ানডে থেকেও আগেই দিয়েছেন অবসরের ঘোষণা। বাকি ছিল টি-টোয়েন্টির। এবার ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ার্নার। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই তুলে রাখবেন ব্যাট প্যাড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার পার্থে গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টিতে মাঠে নামে অসিরা। এটিই ছিল ঘরের মাঠে ওয়ার্নারের শেষ ম্যাচ। যদিও, ঘরের মাটিতে শেষটা জয় দিয়ে রাঙাতে পারেননি তিনি। দল না জিতলেও ওয়ার্নার ছিলেন স্বভাবজাত ছন্দে।

৪৯ বলে ৯টি চার ও তিনটি ছক্কায় ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন ওয়ার্নার। ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে জানান নিজের অবসরের কথা। ওয়ার্নারের মতে, নতুনদের সুযোগ দেওয়ার সময় হয়েছে।

অসি এই ওপেনার বলেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ইতি টানব ক্যারিয়ারের। এর আগে আইপিএল আছে। সময়টা খুব বেশি নেই আর। আমার মনে হয় থামা উচিত। তরুণদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৯ সালে মেলবোর্নে টি-টোয়েন্টি অভিষেক ঘটে ওয়ার্নারের। এরপর কেটেছে ১৫ বছর। খেলেছেন ১০২টি ম্যাচ। ২৬টি ফিফটি ও একটি সেঞ্চুরিতে তিন হাজার ৬৭ রান করেছেন এখন পর্যন্ত।