বিশ্বকাপের চার মাস আগে অধিনায়কের নাম জানাল ভারত

Looks like you've blocked notifications!
ভারতের টি-টোয়েন্টি দল। ছবি : বিসিসিআই

চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে বসতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে এই বিশ্বকাপে কে ভারতকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিলেন আসন্ন বিশ্বকাপে ভারতের অধিনায়কের নাম।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে জয় শাহ জানান, টি-২০ বিশ্বকাপে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নয়, ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ওপেনার রোহিত শর্মা। তার নেতৃত্বে ভারত শিরোপাও জিতবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জয় শাহ বলেন, ‘২০২৩ সালে আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নামার আগ পর্যন্ত আমরা টানা ১০টি ম্যাচ জিতেছিলাম। তারপরেও আমরা বিশ্বকাপ জিততে পারিনি। তবে বিশ্বকাপ জিততে না পারলেও আমরা সবার হৃদয় জিতেছিলাম। আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমরা রোহিত শর্মার অধিনায়কত্বে ট্রফি জিতব।’

কে হবেন অধিনায়ক, তা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। সবার আগে হার্দিক পান্ডিয়ার নাম ভেসে আসছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিককে এবারের আইপিএলের জন্য অধিনায়ক করা হয়েছিল। তবে পান্ডিয়ার চোট তৈরি করেছিল জটিলতা। এরপর রোহিত টি-টোয়েন্টিতে ফিরে আসেন এবং ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলতে থাকেন।

ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন রোহিত ও তার নেতৃত্বাধীন ভারতীয় দল। ফাইনালে না জিতলেও সবার মন জেতেন রোহিতরা। সেই বিবেচনায় রোহিতের ওপরই ভরসা রাখতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।